ওয়ারী-পুলিশ চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জার্মানি-ট্রেস্ট কনসোর্টিয়াম ফেডারেশন কাপ টেবিল টেনিস পুরুষ বিভাগে ওয়ারী এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ।
বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী বিভাগের দলগতে পুলিশ ৩-০ সেটে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতে নেয়। পুলিশের সাদিয়া রহমান মৌ ৩-০ গেমে রহিমা আক্তারকে, সোনম সুলতানা সোমা ৩-২ গেমে সিনথি আক্তারকে এবং মৌ ও সোমা ৩-২ গেমে রহিমা ও সিনথিকে হারান।
এদিকে পুরুষ বিভাগে ওয়ারি ৩-২ সেটে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ওয়ারীর রামহীম ৩-০ গেমে পুলিশের সজীবকে, ওয়ারীর মুনতাসিন আহমেদ হৃদয় ৩-১ গেমে পুলিশের সজীবকে ও রামহীম ৩-২ গেমে পুলিশের মানস চৌধুরীকে হারিয়েছেন। তবে পরবর্তীতে মানস ৩-১ গেমে ওয়ারির হৃদয়কে, পুলিশের হৃদয় ৩-২ গেমে ওয়ারির সাব্বিরকে হারান।
এজেড/এমএইচ