শুক্লাকে সিনার নীরব শ্রদ্ধা

জনপ্রিয় ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যুর শোক ছুঁয়েছে মার্কিন অভিনেতা ও ডব্লিউডব্লিউই মেগা স্টার জন সিনাকে। নিজস্ব ভঙ্গিতেই প্রয়াত এই তারকাকে শেষ শ্রদ্ধা জানান সিনা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কুপার হাসপাতালে মারা যান শুক্লা। তার বয়স হয়েছিল ৪০ বছর। তার মৃত্যুতে শোকাহত অনেকেই। সেই তালিকায় এবার দেখা গেল কিংবদন্তি রেসলার সিনাকেও।
নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শুক্লার একটি ছবি শেয়ার করেন রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া এই মার্কিন তারকা। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান বিগ বস খ্যাত অভিনেতাকে এভাবেই শ্রদ্ধা জানান তিনি। মানে বলিউডের বেশ খোঁজ খবর রাখেন এই তারকা।
এর আগেও একইভাবে বলিউডের অনেক তারকার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন সিনা। আর এসব ছবিতে কখনো লেখা বা ক্যাপশন ব্যবহার করেন না তিনি। এটাই তার শ্রদ্ধা জানানোর নিজস্ব ভঙ্গি!
এআইএ/এটি/টিআইএস