ফেড কাপ টিটি এককে চ্যাম্পিয়ন মানস ও মৌ

মুজিব জন্মশতবার্ষিকী জার্মানি-ট্রেস্ট কনসোর্টিয়াম ফেডারেশন কাপ টিটির পুরুষ এককে বাংলাদেশ পুলিশের মানস চৌধুরী এবং নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন একই দলের সাদিয়া রহমান মৌ। আজ (শনিবার) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককে পুলিশের মানস চৌধুরী ৪-৩ সেটে ওয়ারির রামহীম বমকে হারিয়ে শিরোপা জিতে নেন। অন্যদিকে নারী বিভাগে পুলিশের সাদিয়া রহমান মৌ ৪-৩ সেটে একই দলের সোনম সুলতানা সোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
বৃহস্পতিবার পুরুষ দলগতে ওয়ারী ৩-২ সেটে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারীদের দলগতে পুলিশ ৩-০ সেটে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিবিদ সমির চন্দ্র, সভাপতি বাংলাদেশ কৃষক লীগ।
এ সময় ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, প্রয়াত কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিতের পিতা আলতাফ আহমেদ, প্রয়াত যুগ্ম সম্পাদক সমির উদ্দিনের স্ত্রী মিসেস সমির এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত শামসুল আলম আনুর ছেলে মহসিনুল আলম ঝিনু উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফেডারেশনের প্রয়াত ব্যক্তিদের পরিবারের কাউকে বিশেষ অতিথি করার তেমন ঘটনা নেই। সেক্ষেত্রে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এক বিরল উদ্যোগই নিয়েছে।
এজেড/টিআইএস