ডিআরইউয়ের ‘দ্রুততম মানব’ জ্যোতি

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে আজ (সোমবার) ছিল দৌড় ডিসিপ্লিন। আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্ট ও ম্যারাথন দৌড় (৪০০ মিটার) অনুষ্ঠিত হয়। ১০০ মিটার স্প্রিন্টে দৈনিক যুগান্তরের জ্যোর্তিময় মন্ডল এবং ম্যারাথনে চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম চ্যাম্পিয়ন হন।
প্রথমে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। ম্যারাথনে চ্যানেল আইয়ের মাসুম প্রথম, দৈনিক জনকন্ঠের রুমেল খান দ্বিতীয় ও দৈনিক যুগান্তরের জ্যেতির্ময় মন্ডল তৃতীয় হন।
ম্যারাথনের পর কিছুটা বিশ্রাম দিয়ে হয় আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। ম্যারাথনে তৃতীয় হওয়া যুগান্তরের জ্যোতি স্প্রিন্টে চমক দেখান। সবাইকে পেছনে ফেলে তিনি এই ইভেন্টে প্রথম হন। ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া চ্যানেল আইয়ের মাসুম এই ইভেন্ট হন তৃতীয় আর নয়া শতাব্দীর মাহমুদুন্নবী চঞ্চল হয়েছেন দ্বিতীয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাকসুদা লিসা এই ইভেন্টের সার্বিক তত্ত্বাবধায়ন করেন। এ সময় ডিআরইউ নির্বাহী কমিটি এবং ক্রীড়া উপ-কমিটির অনেকে উপস্থিত ছিলেন।
এজেড/এটি/টিআইএস