নারীদের খেলতে না দিলে অস্ট্রেলিয়ায় টেস্ট বাতিল হবে আফগানদের

ইতিহাসের সামনেই দাঁড়িয়ে ছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলার কথা ছিল রশিদ খানদের। কিন্তু সে ইতিহাসের স্বপ্ন এখন ফিকেই মনে হচ্ছে দেশটির। অস্ট্রেলিয়া রীতিমতো টেস্ট বাতিলের হুমকিই দিয়ে বসেছে আফগানিস্তানকে।
আসছে নভেম্বরেই হওয়ার কথা ছিল টেস্টটি। এবার সেটা ঢেকে গেছে শঙ্কার কালো মেঘে। কারণ নিজেদের দেশের নারীদের সব খেলাধুলাই বন্ধ করে দিতে যাচ্ছে তালেবান সরকার। আর সেটা যদি শেষমেশ হয়েই যায়, তার প্রতিবাদে নভেম্বরে আসন্ন আফগান পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে টেস্টটি বাতিল করে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার রাতে এ বিষয়টি জানিয়েছে সিএ। ইতোমধ্যেই আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধের বিপক্ষে দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কলব্যাক ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।
এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে এ ঘোষণা। সেখানে শুরুতে নারীদের ক্রিকেট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সিএ, ‘নারী ক্রিকেটকে দুনিয়ার সব প্রান্তে পৌঁছে দেয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে খুবই প্রয়োজনীয়। ক্রিকেট নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, খেলাধুলা সবার জন্যই, আর আমরা সব পর্যায়ে নারীদের খেলা হওয়াকে সমর্থন করি।’
এরপর উঠে আসে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি। বলা হয়, ‘সবশেষ পাওয়া খবর অনুযায়ী যদি শেষমেশ আফগানিস্তানে নারী ক্রিকেট সমর্থন না-ই পায়, তাহলে অস্ট্রেলিয়ার সামনে আফগানিস্তান ক্রিকেট দলকে আতিথ্য দেওয়া থেকে সরে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এ বিষয়ে সমর্থন দেয়ায় আমরা অস্ট্রেলিয়ান ও তাসমানিয়ান সরকারকে ধন্যবাদ জানাই।’
এনইউ