চট্টগ্রাম বিকেএসপিতে নবনির্মিত স্কোয়াশ ও কাবাডি ম্যাটের উদ্বোধন

আজ (বৃহস্পতিবার) বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে নবনির্মিত স্কোয়াশ কোর্ট ও কাবাডি ম্যাট স্থাপনের উদ্বোধন করেন। তিনি বিকেএসপিতে তার হাত ধরে জাতীয় খেলা কাবাডি ও স্কোয়াশ খেলার অন্তর্ভুক্তিতে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন।
এক সময়ের অত্যন্ত জনপ্রিয় খেলা কাবাডি যাতে হারিয়ে না যায় এবং নতুন সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করা যায়। সেই লক্ষ্যে খেলাটিকে বিকেএসপিতে অন্তর্ভুক্তির মাধ্যমে এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। তিনি বিশ্বাস করেন একদিন বিকেএসপির কাবাডি খেলোয়াড়রাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনবে।
পাশাপাশি স্কোয়াশ খেলাটিকেও বিকেএসপিতে অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী বলেন, একক ইভেন্টের এই খেলাটি আমাদের এই উপমহাদেশের একটি জনপ্রিয় খেলা। যে খেলা আমাদের তরুণদের ফিট রাখতে যেমন সহায়ক ভূমিকা পালন করবে তেমনি একটি ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভূমি অধিগ্রহণসহ একটি আধুনিক ও যুগোপযোগী ক্রীড়া কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা তুলে ধরেন। বন্দর নগরী চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হওয়া সত্ত্বেও বিকেএসপির অন্যান্য আঞ্চলিক কেন্দ্রগুলো থেকে ছোট ও অন্যান্য দিক থেকে সুবিধা বঞ্চিত।
তিনি প্রতিমন্ত্রীকে নগর বাসীর প্রত্যাশা পূরণে এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে আধুনিক বিকেএসপির একটি পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনায় তিনি চট্টগ্রাম বিকেএসপিতে একাডেমি ভবন, মেডিকেল ও ক্রীড়াবিজ্ঞান ভবন, মসজিদ, ট্রেনিজ হোস্টেল, স্টাফ ডরমেটোরি, অফিসার ডরমেটোরি, ক্রিকেট মাঠসহ প্যাভিলিয়ন এবং তিনটি ক্রিকেট অনুশীলনের পিচ তৈরির রূপরেখা তুলে ধরেন।
এজেড/এমএইচ