জেএফএ মহিলা ফুটবলে মাগুরা চ্যাম্পিয়ন

জেএফএ কাপ ওয়ালটন অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মাগুরা। বৃহস্পতিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক রাজশাহীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে তারা।
মাগুরার হয়ে ৪৪ মিনিটে একটি গোল করেন ঈশিতা। আর ৭০ মিনিটে অপর গোলটি করেন রিমা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মাগুরার অর্পিতা। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একই দলের রিমা (৭ গোল)। মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার হয়েছেন মাগুরার গোলরক্ষক মিলি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মাগুরার জয়ন্তী। ফেয়ার প্লে ট্রফি জিতেছে ব্রাহ্মণবাড়িয়া।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক। এ সময় ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এজেড/এমএইচ