চারে ব্যাট করতে ‘অসুবিধা নেই’ সাকিবের

বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে সাকিব আল হাসান সবশেষ মাঠে নেমেছেন ২০১৯ সালের বিশ্বকাপে। সেখানে তিন নম্বর পজিশনে ব্যাট করেছিলেন তিনি। পেয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা সাফল্য। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সুযোগ পাচ্ছেন না সাকিব। তাকে খেলতে হবে চার নম্বর পজিশনে। সেখানে খেলতে সাকিবের অসুবিধা নেই বলে জানালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
নিজের ব্যাটিং অর্ডার বদলে ইংল্যান্ড বিশ্বকাপে সফল সাকিব। ৮ ম্যাচে ৮৭ এর মতো গড়ে ৬০৬ রান করেন তিনি। যেখানে ২টি শতকের সঙ্গে অর্ধশতক হাঁকান ৫টি। এ যাবতকালে তিন নম্বর পজিশনে ব্যাট হাতে বাংলাদেশের সফল ব্যাটসম্যানও তিনি। এখন পর্যন্ত ২৩ ম্যাচে প্রায় ৫৯ এর মতো গড়ে ১১৭৭ রান আছে তার দখলে। ১১টি অর্ধশতকের সঙ্গে সেঞ্চুরি আছে ২টি।
তবে উইন্ডিজের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে দেখা যাবে না সাকিবকে। দলীয় সিদ্ধান্তে এক ধাপ নিচে অর্থাৎ চার নম্বরে খেলতে নামবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পুরো বিষয়টি সাকিবের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হছে বলে জানান অধিনায়ক তামিম। সাকিব নিজেও অখুশি নন বলে জানান তিনি।
মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের উদ্দেশে তামিম বলেন, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি, তখনই তার (সাকিব) কাছে পরিস্কারভাবে এই বার্তা ছিল। আমি ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছি। তার কোনো অসুবিধা নেই। সে বুঝতে পেরেছে, অখুশি নয়।’
প্রয়োজন পড়লে সাকিব আবার তিনে ফিরবে বলে জানান তামিম, ‘এটা তাকে দম ফেলার সুযোগ দিচ্ছে। দীর্ঘ সময় পর ফিরেছে। আমরা জানি সে তিন নম্বরে কত ভালো করেছে। তার রেকর্ড পক্ষে কথা বলবে। আমরা বিষয়টা সম্পর্কে জানি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওর সাথে কথা বলেছি। সে খুশি আছে চার নম্বরে ব্যাট করা নিয়ে। আমি এটাও বলেছি, প্রয়োজন পড়লে তাকে আবারো তিনে ব্যাট করা লাগতে পারে।’
এদিকে সাকিবের মতোই ব্যাটিং অর্ডার পরিবর্তন হচ্ছে আরেক টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের। সোমবার গণমাধ্যমকে টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, এই সিরিজে ৭ নম্বরে ব্যাট করবেন সৌম্য। সেটিও তার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তামিম।
তামিম বললেন, ‘৭ এ কে খেলতে পারে কোচ গতকালই তার একটা ইঙ্গিত দিয়েছেন। এই কথাটা তাকেও (সৌম্য) প্রায় ৪ থেকে ৫ মাস আগে জানিয়ে দেওয়া হয়েছিল। এটা এমন একটা জায়গা যেখানে আমরা এখন পর্যন্ত উপযুক্ত নির্দিষ্ট একজন ব্যাটসম্যান পাইনি, গত ৪ থেকে ৫ বছর যদি দেখেন।’
৪ থেকে ৫ মাস আগেই বিষয়টি সৌম্য জানতেন বলে জানান তামিম, ‘সৌম্যকে আমরা এই কথাটা বলেছিলাম প্রেসিডেন্টস কাপের আগেই। আমরা চাই তুমি এই জায়গায় ব্যাটিং করো। তাকে বলা হয়েছিল সে জন্য মানসিক ও দক্ষতা উভয় দিক দিয়েই প্রস্তুত হতে। তাই আমাদের জন্য এটা কোনো নতুন ব্যাপার নাহ, আপনাদের জন্য চমকপ্রদ হতে পারে। কিন্তু আমাদের ভেতরে আগে থেকেই জানা ছিল এবং সে নিজেও জানতো প্রায় ৪ থেকে ৫ মাস আগেই।’
টিআইএস/এটি