‘স্মরণীয়’ সিরিজ জয়ে পাঁচ কোটি রুপি বোনাস

কী এক রোমাঞ্চ ছড়ানো সিরিজ! প্রতিটি টেস্ট, দিন, ঘণ্টাই ঘটনাবহুল। উত্তেজনা আর রোমাঞ্চ সঙ্গী ছিল প্রতিটি রানে। ঘুরে দাঁড়ানোর গল্প লেখা হয়েছে, মুছে দেওয়া হয়েছে ধ্বসংস্তুপে পরিণত হয়ে যাওয়ার শঙ্কা। সব দূরে ঠেলে ৩৬ রানে অলআউট হওয়ার দুঃস্বপ্ন ভুলে ভারত জিতেছে ঐতিহাসিক সিরিজ।
একাধিক ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ভারত। প্রথমবারের মতো অজিদের মাটিতে টানা দুই সিরিজ জয়, গ্যাবায় ৩৩ বছর পর অজিদের হারের বিস্বাদ দেওয়ার কিংবা চতুর্থ ইনিংসে গ্যাবায় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। সবকিছুই তারা করেছে।
অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ এ সিরিজ জয়ের জন্য ভারতকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। সব সামলে সিরিজ জিতেছে আজিঙ্কা রাহানের দল। তার পুরস্কারও পাচ্ছেন তারা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া পাঁচ কোটি রুপি বোনাস ঘোষণা করেছে ভারতীয় দলের জন্য।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের এই সিরিজ জয় তাদের ইতিহাসে সবসময়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।
সৌরভ লিখেছেন, ‘অসাধারণ এক জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে এমন একটি সিরিজ জয়। এটা সবসময়ই ভারতের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই খেলোয়াড়দের জন্য পাঁচ কোটি টাকা বোনাসের ঘোষণা দিচ্ছে। এই জয়ের গুরুত্ব কোনো অঙ্ক দিয়েই বোঝানো সম্ভব না। এই সফরের সবাই খুব ভালো করেছে।’
এমএইচ/এটি