সমালোচনা নিতে প্রস্তুত তামিম

তামিম ইকবালের বদ্ধমূল ধারণা, তিনি গণমাধ্যমের মুখোমুখি হলেই সমালোচিত হন। ব্যাটিংয়ের ধরণের সঙ্গে অধিনায়কের ভূমিকা নিয়ে সমালোচিত হতে হয় তাকে। তবে তামিম নিজে অবশ্য তার ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। এবার তো বাড়তি দায়িত্ব তার কাঁধে। অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। সেখানে ভালো না করলে সমালোচনা শুনতে প্রস্তুত তামিম।
ক্যারিয়ারের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন তামিম। তবে সময়ের সঙ্গে নিজেকে বদল করেছেন। বর্তমান সময়ে তার ব্যাটিংয়ের কৌশলে খুশি নন সমর্থকরা। অনেক ম্যাচেই হারের জন্য তামিমের ধীরগতির ব্যাটিং কাঠগড়ায় ওঠে। তবে এসব গায়ে মাখেন না তামিম। গণমাধ্যমকর্মীরা এনিয়ে প্রশ্ন করলে সাফ জানিয়ে দেন, নিজের খেলার ধরনে খুশি তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শুরুর ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানে উঠলো তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন। এতে কিছুটা বিব্রত তামিম জানানেলন, এর জবাব দিতে উপভোগ করেন না তিনি।
তামিম জানান, ‘প্রত্যেক প্রেস কনফারেন্সের এই প্রসঙ্গে আমার কথা বলতে হয়। আমি কি করি আমি তা বলবো না। সবচেয়ে ভালো হবে যদি আপনি পরিসংখ্যান ঘেটে দেখেন। একই প্রশ্নের উত্তর দিতে আমি খুব বেশি উপভোগ করি না। এটার উত্তর আমি অনেকবার দিয়েছি। আপনি যদি পরিসংখ্যান দেখেন, তাহলে আমার কি অবস্থা আছে, এতদিন ধরে কি করেছি, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।’
ধীরগতির ব্যাটিংয়ের পাশাপাশি তার অধিনায়কত্বের ধরণ নিয়েও বেশ কথা হয়। ২০১৭ সালে বাংলাদেশের হয়ে প্রথমবার টস করতে নামেন তামিম। তবে সেই টেস্ট জেতাতে পারেননি তিনি। এবার পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হওয়ার আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচ সিরিজের নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে তিন ম্যাচেই হারে টাইগাররা।
সম্প্রতি বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও অধিনায়কের দায়িত্ব সামলেছেন তামিম। তবে তিন দল আর পাঁচ দলের এই টুর্নামেন্টেও দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হয়েছেন। এনিয়ে বেশ সমালোচিত হতে হয় তাকে। এবার তামিম জানালেন, সমালোচনা শুনতে তৈরি আছেন তিনি। তবে, নিজেকে প্রমাণের সুযোগ চাইলেন।
তামিম বলেন, ‘সত্যি কথা বলতে যত সমালোচনা আমি শুনেছি, আমার মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটারই শুনেছে। তো ওইদিক থেকে আমি পুরোপুরি তৈরি। যেটা আমার সঙ্গে হয় আর কি। কিছু কারণে হয় আবার কিছু অকারণে হয়, ভিন্নভাবে চেষ্টা করছি। আপনি যখন অধিনায়কের দায়িত্বটি গ্রহণ করেছেন তখন এটার সঙ্গে অনেক কিছু আসবে। এখানে সমালোচনা আসবে, রিয়েক্টও আসবে।’
তামিম আরও যোগ করেন, ‘আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় নিজের দায়িত্বে ঠিক থাকা। আমি আগামীকাল থেকে সামনে এগিয়ে যেতে মুখিয়ে আছি। কিন্তু আজ থেকে তিন-চার মাস পর বা এক বছর পর আমি কিভাবে রিয়েক্ট করি সেটাও দেখার বিষয়। আমি সবসময় একটা জিনিস বলি যে, আমার জন্য এটি এমন জিনিস বলেই আমি উপভোগ করব না এমন না। এমনও হতে পারে যে দল খুব ভালো খেললে হয়তো বা আমি উপভোগ করতে পারছি না। তখন সিদ্ধান্তটা আমি অন্যভাবে নিতে পারি। এখনই এই কথা যদি বাইরে গিয়ে বলি তাহলে আমি সমালোচনা নিতে প্রস্তুত।’
টিআইএস/এটি