জুডোতে অ্যাডহক কমিটি

বাংলাদেশ জুডো ফেডারেশনের কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি না নিয়ে অ্যাডহক কমিটি করেছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারার ক্ষমতাবলে কার্যনির্বাহী কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ এই প্রজ্ঞাপন জারি করে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ক্রীড়া পরিষদের সচিব (অতিরিক্ত সচিব) মাসুদ করিম।
সাধারণত অ্যাডহক কমিটি হয় ২০ সদস্যের বেশি। সেখানে জুডোর অ্যাডহক কমিটি একটু ব্যতিক্রমই। মাত্র সাত সদস্যের। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক শাহ আলম সরদারকে সাধারণ সম্পাদক করে আরও পাঁচজনকে অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে।
সভাপতি হয়ে থাকেন মনোনীত। সভাপতি পদে কাউকে এখনো মনোনয়ন দেয়া হয়নি। শাহ আলম সরদারের সঙ্গে কমিটিতে জায়গা পাওয়া অন্য পাঁচ জন সদস্য হলেন মোঃ সাঈদ আলী, জাহাঙ্গীর হাওলাদার, নিয়াজুল হাসান খান, একেএম আজাদ ও মাকসুদ উল হক ভূঞা।
এই কমিটির মূল দায়িত্ব আগামী তিন মাসের মধ্যে জুডো ফেডারেশনের নির্বাচন আয়োজন করা। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সময়সূচি ঠিক হয়েছে ১-১০ এপ্রিল। ফলে এই অ্যাডহক কমিটির অধীনেই গেমসে জুডোর কর্মকান্ড পরিচালিত হবে।
উল্লেখ্য, জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন এমএ সেলিম ও সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল এসকে আবু বকর। গত প্রায় চার বছর সাধারণ সম্পাদক ও সভাপতির দ্বন্দে জুডোর কর্মকাণ্ড ব্যহত হয়েছে। অ্যাডহক কমিটি কত দ্রুত সময়ে নির্বাচন দিয়ে সুষ্ঠ-স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে সেটাই দেখার বিষয়।
এজেড/এমএইচ/এটি