তামিমের জন্য ‘স্পেশাল’ ভালোবাসা মাশরাফির

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছেন তিনি। ওই সিরিজেই জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি তার।
করোনাভাইরাসের কারণে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের ওয়ানডের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
সেখানে রাখা হয়নি মাশরাফিকে। যদিও এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। এরপর বেশ কিছুদিন মাশরাফিকে না রাখা নিয়ে আলোচনা ও সমালোচনা চলেছে। তবে মাশরাফি ঠিকই সিরিজের আগে নিজের সতীর্থদের শুভকামনা জানিয়েছেন।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজ থেকে পোস্ট করে সাবেক সতীর্থ ও নতুন অধিনায়ক তামিম ইকবালকে শুভ কামনা জানিয়েছেন মাশরাফি।
তিনি লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা। তামিম ইকবাল খান এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -(বাংলাদেশ)।’
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে।পুরো দলের প্রতি রইলো...
Posted by Mashrafe Bin Mortaza on Tuesday, January 19, 2021
এমএইচ