সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ যুবারা

পঞ্চাশ ওভারে লক্ষ্য ছিল মাত্র ১০২ রানের। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ম্যাচ ১৬ রানে জিতে আজ (রোববার) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফুরফুরে মেজাজে এ ম্যাচে মাঠে নামে জুনিয়র টাইগাররা। ম্যাচে বোলারদের অনবদ্য পারফরম্যান্সে সফরকারীদের মাত্র ১০১ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। তবে সহজ ম্যাচ সহজে জিততে পারেননি মেহরব হাসান-আইচ মোল্লারা।
শেষ পর্যন্ত ম্যাচটি ৩ উইকেটে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও বিপদে পড়ে দ্রুত উইকেট হারিয়ে। লক্ষ্য তাড়ায় নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। মিডল অর্ডার ব্যাটসম্যানরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। দ্রুত ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার সাবাবুন বানুরি খেলেন সর্বোচ্চ ২৫ রানের ইনিংস। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেননি ইশাক জাজাই (১২), আলাহ নুর (১২) কামরান হোটাকরা (১৮*) এতে ১০১ রানেই অলআউট হয়ে যায় আফগান যুবারা। বাংলাদেশের হয়ে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাইমুর রহমান নয়ন। ২ উইকেট নেন গোলাম কিবরিয়া। ১ টি করে শিকার রিপন মন্ডল ও মেহরাবের।
১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার মাফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নাবিল ২৩ বলে ২৪ ও মফিজুল ৩৯ বলে ৩১ রান করে আউট হলে তিনে নামা আরিফুল ইসলাম করেন ২২ বলে ১০ রান। এই তিন ব্যাটসম্যান আউট হলে ধ্বস নামে স্বাগতিক শিবিরে। দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে বসে জুনিয়র টাইগাররা। পরে আইচ মোল্লা অপরাজিত ১৬ রানের ইনিংস খেলে দলকে ৩ উইকেটের জয় এনে দেন।
টিআইএস/এটি