বসুন্ধরার সঙ্গে পেরে উঠল না পুলিশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা দ্বিতীয় জয় পেয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। এই জয়ে বসুন্ধরা দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। সন্ধ্যার ম্যাচে ঢাকা আবাহনী ব্রাদার্স ইউনিয়নকে হারালেও তারা যুগ্মভাবে শীর্ষে থাকবে।
বসুন্ধরার আক্রমণে সমানতালে জবাব দেয় পুলিশও। দু’দলই আক্রমণাত্মক ছিল। তবে রক্ষণভাগে কিছুটা দুর্বলতা দেখা গেছে পুলিশের। সেই সুযোগ নেয় বসুন্ধরা। ম্যাচের ১৬ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরার শট পুলিশের গোলকিপার মোহাম্মদ নেহাল ছুঁটে এসে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো।
৪২ মিনিটে ম্যাচে সমতা ফেরে আগের ম্যাচে আবাহনীর ঘাম ছুটিয়ে দেওয়া পুলিশ। কিরগিজস্তানের মিডফিল্ডার মুরোলিমজম আখমেদভের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন আইভরিকোস্টের ডিফেন্ডার ল্যানসাইন তোরে। যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশের শ্রীলঙ্কান কোচ পাকির আলী। মিনিট তিনেকও পার হয়নি। তার সেই স্বস্তি শঙ্কায় রুপ নেয়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের এগিয়ে যায় বসুন্ধরা। মোহাম্মদ ইব্রাহিমের শট নেহাল ফিস্ট করে ফেরানোর পর বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান রবসনের বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেয়। স্তব্ধ হয়ে যায় পুলিশের শিবির। শত চেষ্টা করেও গোল শোধ দিয়ে আর ম্যাচে ফেরা হয়নি পুলিশের।
বসুন্ধরাও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে না পারায় ২-১ স্কোরলাইন নিয়েই ম্যাচ শেষ হয়। এতে পুলিশ টানা দুই ম্যাচ তীব্র প্রতিদ্বন্দীতা করে শূন্য হাতেই মাঠ ছাড়ল।
আগামীকাল বুধবার মাত্র একটি ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় মুখোমুখি হবে শেখ রাসেল ও রহমতগঞ্জ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
এজেড/এমএইচ