তিন ম্যাচ পরই শেষ ফুটবল মৌসুম

এএফসি কাপের জন্য বসুন্ধরা কিংসের প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ বাকি ছিল। সেই তিন ম্যাচের সূচি প্রকাশ করেছে বাফুফে। ১৪-২০ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুম সমাপ্ত হবে।
বসুন্ধরা কিংস ইতোমধ্যে লিগ চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এই তিনটি ম্যাচ শুধু নিজেদের পয়েন্ট বাড়ানো আর নিয়ম রক্ষার। ১৪ সেপ্টেম্বর সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ১৭ ও ২০ সেপ্টেম্বর যথাক্রমে শেখ রাসেল ও ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচ। তিনটি ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে।
জাতীয় দল কিরগিজস্তান থেকে ১০ সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছে। দেশে ফেরার পরই জাতীয় ফুটবলাররা নিজেদের ক্লাবে যোগ দিয়েছেন।
এজেড/এটি