ব্রাদার্সের ভাগ্য নির্ধারণ ১৬ সেপ্টেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরও তিন ম্যাচ বাকি। এই ম্যাচগুলো বাকি থাকতেই বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী চলমান মৌসুম ও আগামী মৌসুম নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। যার অন্যতম ইস্যু ছিল ব্রাদার্স ইউনিয়ন।
দেশের অন্যতম ঐতিহ্যহাবী ক্লাবটি এবার প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে সবার নিচে। প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী দুইটি দল অবনমিত হবে। ব্রাদার্স ইউনিয়ন করোনার বছরের জন্য বাফুফের কাছে এই বছর অবনমন না করার অনুরোধ জানিয়েছে। এই প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যানের মন্তব্য কি?
এমন প্রশ্নের উত্তরে সালাম মুর্শেদী বলেন, ‘ব্রাদার্সের পাশাপাশি আরামবাগও অনুরোধ জানিয়েছে তাদের রেলিগেশন না দিতে। আমরা বিষয়টি নির্বাহী কমিটির সভায় উঠাব। সেই সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
আরামবাগ ক্রীড়া সংঘ পয়েন্ট টেবিলে ব্রাদার্সের ঠিক পরেই আছে। এমনিতেই রেলিগেশন হলেও স্পট ফিক্সিংয়ের অপরাধে আরামবাগকে সিনিয়র ডিভিশন লিগে নামিয়ে দেওয়া হয়েছে। আরামবাগ শাস্তি পেয়েছে ফিক্সিংয়ের। ফলে লিগের বাইলজ অনুসরণ করতে হলে ব্রাদার্সসহ আরেক দল রেলিগেটেড করতে হবে।
এই প্রসঙ্গে সালাম মুর্শেদি বলেন, ‘আরামবাগকে ডিসিপ্লিনারি কমিটি শাস্তি দিয়েছে। এর পাশাপাশি তাদের পয়েন্টও সর্বনিম্ন। আপীল কমিটির কাছে তারা আপীল করেছে। আপীল কমিটির সিদ্ধান্ত নেবে তাদের বিষয়টি।’
সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়া দলগুলোর আবদার শুনেনি বাফুফে। এইবার ব্রাদার্সের আবদার শুনবে কি? এমন প্রশ্নের উত্তরে সালাম বলেন, ‘বিষয়টি নির্বাহী কমিটিতে উঠব। সেখানেই সিদ্ধান্ত হবে। লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে আমি বলব দুই দল রেলিগেশন।’
২০০৭ সালে পেশাদার লিগ শুরু হওয়ার প্রথম আসরে কোনো রেলিগেশন ছিল না। পরের বছর দুই দল রেলিগেটেড হয়। খুলনা আবাহনীর সঙ্গে মুক্তিযোদ্ধাও ছিল রেলিগেশন জোনে। পরবর্তীতে একটি দলকে রেলিগেশন দেওয়া হয়। খুলনা আবাহনী প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে অবনমিত হয়।
পাতানোর ম্যাচের ইতিহাস বাংলাদেশের ফুটবলে পুরোনো। এবার যোগ হয়েছে স্পট ফিক্সিং। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিক্সিং ইস্যুতে ফিফার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজের কথা জানান, ‘আমাদের সঙ্গে ফিফা ইন্টিগ্রিটি বিভাগের সভা রয়েছে। সেই সভার পর্যালোচনাগুলো আমরা বোর্ড সভায় উঠিয়ে অনুমোদন নেব। তবে এই বোর্ড সভায় সেটি উঠছে না। কারণ ফিফার সঙ্গে এই বোর্ড সভার আগে সভা অনুষ্ঠিত হবে না।’
এজেড/এমএইচ