নেইমারের চোটে বাড়লো পিএসজির দুর্দশা

লিগে আরও এক হার পিএসজির। তবে লিওঁর কাছে ১-০ ব্যবধানে হারের চেয়ে বড় হয়ে উঠেছে দলটির তারকা নেইমারের চোট। স্বদেশী থিয়াগো মেন্দেসের বাজে ট্যাকলে এখন বড় সময়ের জন্যে ছিটকে পড়ার শঙ্কা ব্রাজিলিয়ান তারকার সামনে।
স্থানীয় সময় রবিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচটায় শিরোপাধারী পিএসজি অবশ্য শুরু থেকেই ছিলো বেশ নড়বড়ে। তাতে ৩৫ মিনিটে তিনোতেন্দা কাদেওয়েরের গোলটাই গড়ে দেয় দুই দলের ব্যবধান। তাতে পিএসজিকে টপকে লিলের সঙ্গে যুগ্মভাবে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে লিওঁ।
পিএসজির দুর্দশা বেড়েছে অন্তিম সময়ে। বল পায়ে আগুয়ান নেইমারকে রুখতে কড়া এক ট্যাকল করে বসেন মেন্দেস, তাতে গোড়ালির প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকেন পিএসজি তারকা। মেন্দেস লাল কার্ড দেখেছেন সঙ্গে সঙ্গেই। মাঠেই তাৎক্ষনিক চিকিৎসা পাওয়া নেইমারকেও মাঠ ছাড়তে হয় সঙ্গে। আগেই পাঁচজন বদলি করে ফেলা পিএসজি আর বদলি খেলোয়াড় নামাতে পারেনি, ফলে কার্যত দশজনের দলে পরিণত হয় দুই দলই। রেফারি বাঁশি বাজিয়েছেন এর একটু পর। তাতে নিশ্চিত হয় পিএসজির শীর্ষস্থান খোয়ানো।
পিএসজি আর নেইমার, দুই পক্ষই এখন অপেক্ষায় আছে পরীক্ষা নিয়ে। আজ সোমবারই পরীক্ষাটি হওয়ার কথা। যেখানে ব্রাজিলিয়ান তারকার চোট কতোটা গুরুতর, পরবর্তি কার্যক্রম আর কতোদিন বাইরে থাকতে হবে, তা নির্ধারিত হবে। এখানে নেইমারের বড় সময়ের জন্যে ছিটকে পড়ার শঙ্কা আছে। চলতি মৌসুমে দারুণ ছন্দেই ছিলেন যিনি, সেই তারকা ফরোয়ার্ডকে হারানো যে পিএসজির জন্যে বড় একটা ধাক্কা, তা আর বলে না দিলেও হয়।
চোটের সঙ্গে নেইমারের সখ্যতা অবশ্য নতুন কিছু নয় আদৌ। ২০১৬-১৭ মৌসুম শেষে পিএসজিতে যোগ দেয়ার পর থেকে চোট, অবসাদ আর অসুস্থতার কারণে এ পর্যন্ত ৩৯৭ দিন দলের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিওঁ ম্যাচে পাওয়া গোড়ালির চোটে সংখ্যাটা আরও বাড়বেই কেবল।
বড়দিনের ছুটির আগে ফরাসি চ্যাম্পিয়নরা খেলবে আরও তিনটি ম্যাচ। আগামী বুধবার নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে কোচ থমাস টুখেলের শিষ্যরা মুখোমুখি হবে অবনমন অঞ্চলের দল লরিয়েঁর। এরপর দলটার জন্যে অপেক্ষা করছে বড় এক পরীক্ষা। শিরোপার প্রতিদ্বন্দ্বী লিলের মাঠে খেলবে পরের ম্যাচটি, যেখানে হারলে পিএসজির শিরোপা ধরে রাখার আশা বড় এক ধাক্কাই হজম করবে। নিজেদের মাঠে বড় দিনের ঠিক আগে স্ত্রাসবুর্গের বিপক্ষে খেলে ছুটিতে যাবে দলটি।
এনইউ