প্রত্যাবর্তনের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

করোনাকে যদি ব্যাটসম্যান ভেবে নেন, তবে বাংলাদেশ ক্রিকেটে বেশ দাপুটে ইনিংস উপহার দিয়ে গেল ভাইরাসটি। টাইগারদের ক্রিকেট ইতিহাসে এখনো ত্রিপল সেঞ্চুরির দেখা পাননি কোনো ব্যাটসম্যান। তবে করোনা এই মুল্লুকে রাজত্ব করেছে ৩০০ দিনের বেশি। অবশেষে করোনাকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
গত মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। দিন হিসেবে তিনশো ছাড়িয়েছে। সেই গেড়ো কাটাতে ঘরের মাঠে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। বুধবার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ব্যাট-বলের মূল লড়াই শুরু বেলা সাড়ে ১১টায়। তার আগে টস হেসেছে বাংলাদেশের হয়ে। টস জিতে অধিনায়ক তামিম ইকবাল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন নিয়মিত অধিনায়ক হিসেবে টাইগারদের দায়িত্ব নিয়ে টস করতে নামেন তামিম। টস জিতে প্রতিপক্ষ উইন্ডিজ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটের অভিষেক ক্যাপ পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেরার ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আরেক অলরাউন্ডার আফিফ হোসেনের অপেক্ষা দীর্ঘ হচ্ছে আরেকটু। আফিফের পরিবর্তে অভিজ্ঞ সৌম্য সরকারেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
উইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, ও কিওন হোর্ডিং।
টিআইএস/এনইউ