ওয়ানডেতে অভিষেক হাসান মাহমুদের

স্বপ্ন পূরণ হলো হাসান মাহমুদের। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হলো এই পেসারের। বাংলাদেশের ৩৬ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১৩৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তরুণ হাসানের।
লক্ষীপুর থেকে উঠে আসা ২১ বছর বয়সী পেসার তার গতিতেই নজর কেড়েছেন। ১৩৫ থেকে ১৪২ কিলোমিটার গতিতে বোলিং করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পান তিনি। যদিও অভিষেক হয়নি তখন। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ফরম্যাটে অভিষেক। এবার ওয়ানডেতেও টাইগারদের জার্সি বুঝে পেলেন তিনি।
অবশ্য তাকে একাদশের বাইরে রাখার সুযোগও ছিল না। উইন্ডিজ সিরিজের আগে বিকেএসপিতে দুটি প্রস্তুতি ম্যাচে নেন ৬ উইকেট। এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ৯ ম্যাচে তুলে নেন ১১ উইকেট।
এবার জাতীয় দলের জার্সিতে হাসান। নিজেকে এগিয়ে নেওয়ার পথচলাটাও শুরু!
এটি/এনইউ