ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে রাহুলের দিকে তাকানো উচিত ভারতের

বিরাট কোহলি ঘোষণা দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। আসন্ন বিশ্বকাপের পরই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন তিনি। দীর্ঘদিন অধিনায়কত্ব করা কোহলির নেতৃত্ব ছাড়ার পর কে হবেন ভারতের অধিনায়ক এ নিয়ে আলোচনা চলছে। আপাতত রোহিত শর্মার অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের পরামর্শ, ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ওপেনার লোকেশ রাহুলের দিকে তাকানোর। রোহিত শর্মার বয়সও ইতোমধ্যেই ৩৪ হয়ে গেছে। তিনিও আর বেশি দিন ক্রিকেট খেলবেন না। তাই রাহুলকে এখনই সহ-অধিনায়ক করার পক্ষে মত গাভাস্কারের।
ভারতের ভবিষ্যৎ অধিনায়ক নিয়ে তিনি বলেছেন, ‘বিসিসিআই সামনে তাকাচ্ছে এটা ভালো ব্যাপার। ভারত যদি ভবিষ্যৎ অধিনায়কের কথা ভেবে থাকে, তাহলে রাহুলের দিকে তাকানো উচিত। সে ভালো পারফর্ম করেছে। এবার ইংল্যান্ডেও ভালো করেছে। আইপিএলে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের সংস্করণেও পারফর্ম করছে। তাকে সহ-অধিনায়ক করা উচিত।’
গাভাস্কার রাহুলকে অধিনায়ক করার প্রশ্নে টেনেছেন আইপিএলে তার নেতৃত্ব দেওয়া, ‘নেতৃত্বের দারুণ গুণাবলী আইপিএলে দেখিয়েছে রাহুল। অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলেনি। তার নামটি তাই বিবেচনায় নেওয়া উচিত।’
এমএইচ