পাঁচ ক্রিকেটারকে ধরে রাখল বাংলা টাইগার্স

ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট টি-টেন লিগের এবারের আসর শুরু হবে আগামী ১৯ নভেম্বর। যার পর্দা নামার কথা আছে ৪ ডিসেম্বর। ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। বসে নেই টি-টেন ক্রিকেট লিগে বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্সও।
গত আসরে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। এবার টিম ম্যানেজমেন্ট বড় পরিবর্তন এনেছে তারা। সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে দলে টেনেছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার ও দেশটির সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। এই প্রোটিয়া ক্রিকেটারের কাঁধেই উঠছে অধিনায়কের দায়িত্ব। তবে দলের পুরোনো কিছু খেলোয়াড়ের ওপর আস্থা রেখেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ।
গত আসরে বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানা, ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, আফগানিস্তানের কায়েস আহমেদ ও সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরি। এবারের আসরেও জন্যও তাদের ধরে রেখেছে বাংলা টাইগার্স। ইতোমধ্যে এই পাঁচ ক্রিকেটারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফ্রাঞ্চাইজিটি। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলা টাইগার্স।
এর আগে বাংলা টাইগার্স তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে। ২০১১-২০১২ সালে টাইগারদের দায়িত্ব পালন করেছেন স্টুয়ার্ট ল। একই সঙ্গে বাংলা টাইগার্স ব্যাটিং পরামর্শক হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পল নিক্সনকে। বোলিং কোচের দায়িত্ব সামলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও অফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়ান বোলিং কোচ শন টেইট।
১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশিদিন বাকি না থাকায় নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
টিআইএস/এটি