পাকিস্তানকে হতাশাটা মাঠে উগড়ে দিতে বললেন রমিজ রাজা

প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফর করতে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে শেষমেশ সেটা নিরাপত্তাজনিত কারণে সম্পন্ন না করেই বিদায় নিয়েছে দলটি। তাতে পাকিস্তান পড়েছে বেশ বিপাকে। আরও বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।
তবে এর চেয়ে বেশি হতাশা কাজ করছে পাকিস্তান দলেও। অধিনায়ক বাবর আজম আর উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন সেটা। সাবেকরা তো ধুয়েই দিচ্ছেন নিউজিল্যান্ডের এই সিদ্ধান্তকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও ক্ষোভ ঝেড়েছিলেন টুইটারে। তবে এবার ভিডিওবার্তায় তিনি দলকে আহ্বান জানালেন সেই হতাশাটা মাঠে উগড়ে দেওয়ার।
নিউজিল্যান্ড দল পাকিস্তান থেকে যেভাবে ফিরে গেছে, তা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০০৯ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার কারণে শ্রীলঙ্কা দল দেশটিতে সিরিজ শেষ না করেই ফিরে গিয়েছিল। সেসব থেকেই দলকে শিক্ষা নিতে বললেন দলকে। বললেন, ‘এই যন্ত্রণাটা আমাদের সবার, আমাদের সবাইকে ভাগাভাগি করে নিতে হবে এটা। আমরা অতীতেও এমন পরিস্থিতিতে পড়েছি, তবে তা জয় করে আমরা এগিয়েও গিয়েছি বেশ। আমাদের অনেক দৃঢ়তা ও শক্তি আছে বেশ, সেজন্যে ভক্তরা আমাদের উৎস হিসেবে কাজ করেন।’
পাকিস্তানে ক্রিকেট দলগুলোকে ফেরানোর পরোক্ষ একটা উপায় হিসেবেই একে দেখছেন পিসিবি প্রধান। বললেন, ‘তোমাদের হতাশা আর ক্ষোভটা মাঠে উগড়ে দাও। তোমরা যখন বিশ্বসেরা দল হয়ে উঠবে, তখন তোমাদের সঙ্গে খেলতে বিশ্বের সব দল একের পর এক অপেক্ষায় করবে। আর তাই আমি সবাইকে বলবো, একে একটা শিক্ষা হিসেবে দেখে সামনে এগিয়ে যাও, আর হতাশ হয়ো না।’
নিউজিল্যান্ড দলের এই সিদ্ধান্ত পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে। তবে পিসিবি সভাপতি দলকে অভয় দিলেন। বললেন, ‘আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তাই করব। অচিরেই তোমরা ভালো খবর ও ফলাফল পাবে আশা করি।’
এনইউ/এটি