জালাল চৌধুরীর কিডনি কাজ করছে না

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় কারণে গত শুক্রবার ভেন্টিলেশনে নেওয়া হয় তাকে। তবে উন্নতি তো হচ্ছেই না, ক্রমশ অবনতির দিকে যাচ্ছে জালাল আহমেদের শারীরিক অবস্থা।
জালাল আহমেদের বর্তমান অবস্থা জানিয়ে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘জালাল ভাইয়ের অবস্থা খুব বেশি ভালো না। আগের থেকে অবনতি হয়েছে। কিডনি কাজ করছে না, হার্টের সমস্যা দেখা দিয়েছে সঙ্গে প্রেশার নেমে যাচ্ছে।’
তবে হাল ছাড়ছেন না ডাক্তাররা। নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় জালাল আহমেদ চৌধুরী সুস্থতার জন্য।
জালাল আহমেদ চৌধুরী ক্রিকেট খেলেছেন সত্তর-আশির দশকে। পরে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। টাইগারদের আইসিসি ট্রফি জয়ের অন্যতম রূপকারও জালাল চৌধুরী। দেশের অন্যতম সেরা ক্রিকেট লেখকদের একজন তিনি।
জালাল আহমেদ চৌধুরীর হাত ধরে দেশের অনেক শীর্ষ পর্যায়ের ক্রিকেটার তৈরি হয়েছে। দেবব্রত পালের মতো বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুও জালাল আহমেদ চৌধুরীর ক্রিকেটের ছাত্র ছিলেন। মোহাম্মদ আশরাফুল-তুষার ইমরানরা তার শিষ্য। শুধু ক্রিকেট খেলা ও কোচিং নয়, ক্রীড়া সাংবাদিকতাও করেছেন জালাল আহমেদ।
টিআইএস/এমএইচ