বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না দিয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। আজ শুরু র্যাঙ্কিং রাউন্ড। এর আগে বাংলাদেশের দুঃসংবাদ। করোনা পজিটিভ হওয়ায় খেলতে পারছেন না দিয়া সিদ্দিকী।
আজ সকালে দিয়ার পজিটিভ হওয়ার খবর আসে ঢাকায়। তিনি আইসোলেশনে আছেন এখন। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি তখন। আজ বিকেলে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। দিয়া সিদ্দিকী করোনা পজিটিভ হওয়ায় তার পক্ষে এই চ্যাম্পিয়নশিপে খেলা সম্ভব না। বাকিরা সবাই নেগেটিভ হওয়ায় অন্যরা খেলবেন।
বাংলাদেশ দল সবাই করোনা নেগেটিভ নিয়ে ঢাকা থেকে ইয়াঙ্কটনের উদ্দেশ্যে রওনা হন। প্রায় ৩৬ ঘন্টার ভ্রমণ শেষে ইয়াঙ্কটনে পৌঁছায় বাংলাদেশ দল।
এজেড/এনইউ