মুস্তাফিজকে নিয়েই মাঠে নামছে রাজস্থান

সাকিব আল হাসান আইপিএলের প্রথম পর্বের মতো দ্বিতীয় অংশেও ব্রাত্যই থেকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের একাদশে। সেই থেকেই একটা প্রশ্ন ঘুরছিল বাংলাদেশি ক্রিকেটভক্তদের মনে। মুস্তাফিজুর রহমান তার দল রাজস্থানের হয়ে খেলবেন তো? সেই প্রশ্নের উত্তর মিললো একটু আগে। পাঞ্জাব কিংসের বিপক্ষে দল ঘোষণা করেছে রাজস্থান। তাতে জায়গা হয়েছে বাংলাদেশি এই পেসারের।
তার দল রাজস্থান অবশ্য টসে জিততে পারেনি। সেখানে শুরুর হাসিটা হেসেছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
চলতি আইপিএলের শুরুর অংশে অবশ্য মুস্তাফিজের দল সুবিধাজনক অবস্থানে ছিল না। সাত ম্যাচ থেকে জিতেছে মোটে ছয় পয়েন্ট। আছে তালিকার ষষ্ঠ স্থানে। কলকাতা থেকেও এক ধাপ নিচে। সে অবস্থাটা দ্বিতীয় অংশে পরিবর্তন করতে মরিয়া চেষ্টাটাই যে চালাবে মুস্তাফিজের দল, তা বলাই বাহুল্য।
রাজস্থান একাদশ-
যশস্বী জেসওয়াল, এভিন লুইস, সানজু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কার্তিক তিয়াগি।
এনইউ