দুর্নীতির অভিযোগে ফেন্সিংয়ের কামরুলের বিরুদ্ধে তদন্ত

দেশের অপ্রচলিত খেলা ফেন্সিং। তলোয়ার নির্ভর এই খেলা বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে ২০১৯ সালে এসএ গেমসে স্বর্ণ জেতার পর। গত মাসে বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন শিরোনামে এসেছিল কমিটি ভাঙা-গড়া নিয়ে। এবার ফেন্সিংয়ে উঠে এসেছে নতুন অভিযোগ।
সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামের ওপর ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশের ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলোর নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ এই অভিযোগের প্রেক্ষিতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে বিষয়টি খতিয়ে দেখার জন্য।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের এই বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের আদিষ্ট হয়ে আমরা তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেছি ফেন্সিংয়ের এই বিষয়ে। তিনি অভিযোগ-আপত্তি বিশ্লেষণ করে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে দেব। ’
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসন শেখ হামিম হাসানকে এই বিষয়ে তদন্তের দায়ভার দেওয়া হয়েছে। তিনি এই বিষয় অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম ১৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে শেখ হামিম হাসানকে এই তদন্তের দায়িত্ব দেন।
উল্লেখ্য, এক যুগের বেশি সময় বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন কামরুল ইসলাম। অতি সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ সেই অ্যাডহক কমিটির বদলে আরেকটি অ্যাডহক কমিটি করেছে। সেখানে কামরুল ইসলামকে সাধারণ সম্পাদকের বদলে সহ-সভাপতি এবং সেলিম ওমরাও খানকে সাধারণ সম্পাদক করেছে।
এজেড/