জামাল ভূঁইয়ার দাদি আর নেই

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশের ফুটবলে অনেকদিন ধরেই সবচেয়ে বড় তারকা তিনি। বাংলাদেশে জন্ম নিলেও ডেনমার্কেই বেড়ে উঠেছেন জামাল। দেশের টানে ফিরে এসে জাতীয় দলের নেতৃত্বের আর্মব্যান্ড হাতে তুলেছেন তিনি।
জামালের বাবা-মা ডেনমার্কে থাকলেও দাদি থাকতেন ময়মনসিংহের চাংভাদেরা নান্দাইপে। সেখানেই বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বাংলাদেশ অধিনায়কের দাদি হামিদা খাতুন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছরের বেশি। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। হামিদা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কলকাতায় আই লিগ খেলা জামালও দাদির শোকে কাতর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে তিনি লিখেন, ‘ইন্না-লিল্লাহে রাজিউন। আপনাকে সব সময় অনুভব করব দাদি। আল্লাহ তাকে বেহেশতের সর্বোত্তম জায়গা দান করুক। আমিন।’
এমএইচ