তালিকায় না থাকা হৃদয়ের জন্য সাফে বাফুফের অনুরোধ

সাফে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের প্রাথমিক তালিকা জমা দেয়ার শেষ দিন ছিল ১০ সেপ্টেম্বর। অংশগ্রহণকারী দেশগুলোর অনুরোধে সেটা দুই দফা বাড়িয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। বাফুফে পূনরায় সাফকে প্রাথমিক তালিকায় খেলোয়াড় অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়েছে।
গতকাল বুধবার ২২ সেপ্টেম্বর কোচ অস্কার ব্রুজন দল ঘোষণা করেন। তার দল ঘোষণার ৬ ঘন্টা পর আবাহনীর ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়কে দলে অন্তর্ভুক্ত করা হয়। হৃদয়ের নাম ৩৫ জনের তালিকায় ছিল না। এজন্য বাফুফে সাফ সচিবালয় ও স্বাগতিক মালদ্বীপকে শেষবারের মতো খেলোয়াড় রেজিষ্ট্রেশন নিয়ে অনুরোধ করে। কোচ বদল, কোচিং স্টাফ পরিবর্তন, খেলোয়াড় তালিকা বারবার পরিবর্তন করছে বাফুফে। সাফ সভাপতি ও সাধারণ সম্পাদক দু'জনেই বাংলাদেশের হওয়ায় এক্ষেত্রে কিছুটা সুবিধা পাচ্ছে বাফুফে। যদিও মালদ্বীপে বাফুফের এই বারবার পরিবর্তন নিয়ে অসন্তোষ হওয়ার কথা।
হৃদয়কে ডাকার প্রায় ২০ ঘন্টা পেরিয়ে গেলেও বাফুফের পক্ষ থেকে তাকে ডাকার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। জাতীয় দলের কোচ অস্কার ব্রুজন ও ম্যানেজার সত্যজিত দাশ রুপু দুই জনই নিশ্চুপ এই প্রসঙ্গে। হৃদয় আবাহনীর খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না এই মৌসুমে।
কোচ জেমির তালিকায় ও আলোচনাতেও তিনি কখনোই ছিলেন না। হৃদয়ের বয়স বিশের নিচে। কোচ জেমি কিরগিজস্তান সফরে অনূর্ধ্ব- ২৩ দলের অনেককে নিয়েছিলেন। সেখানে হৃদয়কে নিয়ে আলোচনা হয়নি। বসুন্ধরা কিংসের বিপক্ষে শেষ ম্যাচে হৃদয় ভালো খেলেন। সেই ম্যাচে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নজরে পড়েছিলেন তিনি।
এজেড/এটি/এনইউ