মুম্বাই ম্যাচে সাকিব নাকি নারিন?

আইপিএলে আজ বৃহস্পতিবার সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে কলকাতা। প্রথম ম্যাচে মূল একাদশে জায়গা হয়নি সাকিবের। এবার মুম্বাইয়ের বিপক্ষে সুনীল নারিনের জায়গায় মাঠে নামবে সাকিব এমনটাই ধারণা ক্রিকেট সংশ্লিষ্টদের।
আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সাকিবের পারফরম্যান্স বিগত আসরগুলোতে বেশ ভালো। এ আসরের ভারত পর্বে মুম্বাইয়ের বিপক্ষে সাকিব বল হাতে ৪ ওভারে ২৩ রানে ১টি উইকেট নেন। সেই ম্যাচে সুরিয়া কুমার যাদবের মারকুটে ৫২ রানের ইনিংসের সমাপ্তি করেন টি-টোয়েন্টির এক নাম্বার অলরাউন্ডার সাকিব।
মুম্বাই তাদের শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে ২০রানে পরাজিত হয়েছে। আজকের ম্যাচে তাদের অধিনায়ক রোহিত শর্মাকে দলে পাচ্ছে। রোহিত ইনজুরির কারণে গত ম্যাচ খেলেনি। তার পরিবর্তে চেন্নাইয়ের বিপক্ষে পোলার্ড নেতৃত্ব দিয়েছিলেন।
কলকাতা তাদের শেষ ম্যাচে ৯উইকেটে জয় পায় কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে। এ ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব ছিলো বোলারদের। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯২রানেই অলআউট হয়ে যায় আরসিবি। সুনীল নারিন সে ম্যাচে কোনো উইকেট পাননি। ৪ ওভার বল করে দিয়েছেন ২০ রান।
সাকিব আল হাসনের দলে অন্তর্ভুক্তি কলকাতার ব্যাটিংকে আরো মজবুত করবে বলে ভাবছে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপরা। তিনি তার ম্যাচ প্রিভিউর একটি ভিডিও বার্তায় বলেন ‘নারিনের জায়গায় সাকিব কলকাতার ব্যাটিং যেমন লম্বা করবে তেমন বোলিংয়ে ও কাজে দেবে, বিশেষ করে ব্যাটিং পাওয়ার প্লেতে।’
আইপিএলে যাওয়ার আগে বাংলাদেশের হয়ে শেষ ২টি সিরিজে ১১টি উইকেট নিয়েছেন সাকিব। অন্যদিকে সুনীল নারিন তাদের ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে তেমন আশা জাগানো পারফরম্যান্স করতে পারনি।
কলকাতা শেষ ম্যাচে জয় পাওয়ায় এ ম্যাচে অপরিবর্তিত একাদশ দেখার সম্ভাবনা বেশি। সাকিেকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা কমই।
এমএফ/এটি/এনইউ