অনেকদিন পর এমন খেলেছে কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম অংশটা ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। তবে দ্বিতীয় অংশের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে তারা। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। এতে পয়েন্ট টেবিলেও শীর্ষ চারে উঠে এসেছে কলকাতা।
ম্যাচশেষে কলকাতা অধিনায়ক ইয়ন মরগান বলেছেন, ‘অনেকদিন পর আমরা এমনভাবে খেললাম। ম্যাককালাম দুই মৌসুম হলো দায়িত্ব নিয়েছে, আমরা এখন যেভাবে খেললাম সেটাই তার স্টাইল। মুম্বাইয়ের মতো শক্ত দলকে আটকে দেওয়ার পর আমরা যেভাবে লক্ষ্যটা তারা করেছি। সেটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।’
কলকাতার ঘুরে দাঁড়ানোর অন্যতম নায়ক ভেঙ্কাটেশ আয়ার। কলকাতার হয়ে এখন অবধি দু্ই ম্যাচ খেলেছেন এই ওপেনার। প্রথম ম্যাচে অপরাজিত ৪১ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৫৩ রানের ইনিংস। দলের সঙ্গে এই ব্যাটসম্যানের মানিয়ে নেওয়ায় খুশি মরগান।
তিনি বলেন, ‘ অনেক প্রতিভাবানদের মধ্যে থেকে আমরা আয়ারকে একাদশে নিতে চেষ্টা করছিলাম। সে যেভাবে রান করেছে, দুর্দান্ত। আমরা তাকে কখনো বলিনি এত ম্যাচ খেলার সুযোগ পাবে বা এমন কিছু। এটা মাত্র তার দ্বিতীয় ম্যাচ, সে যেভাবে খেলেছে, তাকে পুরো আত্মবিশ্বাস দেবে।’
কলকাতার দুই স্পিনার নারিন ও বরুণকে নিয়ে মরগান বলেন, ‘সুনীল ও বরুণ ভয়ঙ্কর বোলার। নারিন কেকেআরের আগের শিরোপা জয়ের অবিচ্ছেদ্য অংশ ছিল। বরুণ নতুন ছেলে। দ্বিতীয় অংশের প্রথম দুই ম্যাচ আমাদের মান ঠিক করে দেওয়ার মতো। এখন পয়েন্ট টেবিলে আমাদের একটা দিকেই যাওয়ার আছে, সেটা হলো উপরে।’
এমএইচ