তৃতীয় বিভাগের দলের কাছে হেরে রিয়ালের বিদায়!

কোপা দেল রে শিরোপাটা যেন রিয়াল মাদ্রিদের জন্যে রীতিমতো সোনার হরিণই হয়ে দাঁড়িয়েছে। সেই ২০১৪ সালে জেতার পর থেকে যে আর ফাইনালেই উঠতে পারেনি দলটি। সে অপেক্ষাটা আরও এক মৌসুমের জন্য বাড়লো কোচ জিনেদিন জিদানের শিষ্যদের। এবার তৃতীয় বিভাগের দল আলকয়ানোর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে রিয়াল।
তৃতীয় বিভাগের দল প্রতিপক্ষ বলেই কিনা কোচ জিদান এদিন মাঠে নামিয়েছিলেন প্রায় আনকোরা এক রক্ষনভাগ নিয়ে। আলভারো অদ্রিওজোলা, এডার মিলিতাও, অভিষিক্ত ভিক্তর ক্রাস্তকে নিয়ে গড়া রক্ষণভাগকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব বর্তেছিল লেফটব্যাক মার্সেলোর কাঁধে। গোলপোস্টের নিচে অভিষেক হয় আন্দ্রেই লুনিনের। আক্রমণও ছিল সমানভাবে অনভিজ্ঞ। লুকাস ভাসকেজের সঙ্গে বাকি দুই ফরোয়ার্ড ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও মারিয়ানো ডিয়াজ।
৪৫ মিনিটে এডার মিলিতাওর গোলে এগিয়ে অবশ্য গিয়েছিল রিয়ালই, তবে এর আগে পরে এডেন হ্যাজার্ডরা ছিলেন বেশ বিবর্ণ। স্বাগতিক আলকোয়ানোর জন্যে তাই ম্যাচটা কখনোই ধরাছোঁয়ার বাইরে চলে যায়নি। ৮৮ মিনিটে সমতাসূচক গোলটি করে সোলবেস ম্যাচটাকে নিয়ে যান যোগ করা অতিরিক্ত সময়ে।
শেষ বাঁশির দশ মিনিট আগে অবশ্য স্বাগতিক দলটি দেখে একটি লাল কার্ড। সেটা রিয়ালকে বাড়তি সুবিধা দেয়ার কথা থাকলেও জিদানের দল সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়, উল্টো আলকোয়ানোই পেয়ে যায় জয়সূচক গোলটি। প্রতি আক্রমণে উঠে এসে মাদ্রিদ রক্ষণকে বোকা বানিয়ে হুয়ানান যে গোল করেছেন, তা আলকোয়ানোর ইতিহাসে লেখা থাকবে সোনার হরফে। তাতে রিয়ালের বিদায় নিশ্চিত হয়ে যায়, তৃতীয় বিভাগের দল আলকোয়ানো ইতিহাস গড়ে উঠে যায় চতুর্থ রাউন্ডে।
শেষ ছয় দিনে এটি রিয়ালের দ্বিতীয় হার। এর আগে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে একই ব্যবধানে হেরেছিল রিয়াল। এরপরই এই হার। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে দুই শিরোপার আশা শেষ হয়ে গিয়েছে রিয়ালের। কোচ জিনেদিন জিদানের পদও পড়ে গেছে শঙ্কায়।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার লা লিগায় আলাভেসের আতিথ্য নেবে দলটি।
এনইউ