বালিকা হ্যান্ডবলে ঢাকা-পঞ্চগড়-নওগাঁর জয়

ওয়ালটন জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতার বালিকা বিভাগের খেলা আজ (শুক্রবার) শুরু হয়েছে। পল্টনন্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ১২-১০ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৭-৫ গোলে এগিয়ে ছিল।
দিনের অন্য খেলায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৪৪-০২ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-৩ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
৮ দলের অংশগ্রহণে বালিকা বিভাগের খেলার ফাইনাল আগামী রোববার। অংশ নেওয়া দলগুলো হলো- পঞ্চগড়, জামালপুর, নওগাঁ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে।
এজেড