হ্যান্ডবলে সাংস্কৃতিক সন্ধ্যা

পল্টনস্থ হ্যান্ডবল কোর্ট সব সময় ব্যস্ত থাকে খেলাধুলায়। আজকের সন্ধ্যা ছিল ব্যতিক্রম। গান ও সুরের মূর্ছনায় হ্যান্ডবলের সবাই মেতেছিল। খেলোয়াড়, কোচ, সংগঠক ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেছে।
হ্যান্ডবল কোচ আমজাদকে দেখা গেছে খেলোয়াড়দের সেলফির আবদার মেটাতে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরকেও খেলোয়াড়দের অনুরোধ রাখতে হয়েছে।
হ্যান্ডবলে চলছে দ্বিতীয় যুব বালিকা টুর্নামেন্ট। এর মাঝে আজ (শনিবার) এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ফেডারেশন। এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ক্রীড়াঙ্গনে তার পরিচিতি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠক হিসেবে।
তবে সাম্প্রতিক সময়ে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেছেন। বেশ কয়েকটি গান পরিবেশন করেন ডন। হ্যান্ডবল ছাড়াও অন্য ফেডারেশনের আমন্ত্রিত অথিতিরা এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেছেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘স্টেডিয়াম এলাকায় ক্রীড়াঙ্গনের ব্যক্তির উদ্যোগে এমন অনুষ্ঠান হয় না। সেই ভাবনা থেকে আমাদের এই প্রয়াস।’
এজেড/এমএইচ