স্বপ্ন বাঁচিয়ে রাখতে তামিমদের চাই ১৫১ রান

উদ্বোধনী জুটি ব্যর্থ হওয়ার পর সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। মুশফিককের বিদায়ের পর ইয়াসিরের সঙ্গী হয়ে ভালো খেলছিলেন আকবর আলীও। তবে শেষ পর্যন্ত মাঝারি সংগ্রহেই আটকে থাকতে হয়েছে বেক্সিমকো ঢাকাকে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম এলিমেনেটরে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫০ রান তুলেছে ঢাকা। কোয়ালিফায়ার খেলতে বরিশালের দরকার ১৫১ রান।
ইনিংস উদ্বোধনে এদিনও ঢাকার হয়ে নামেন নাঈম শেখ ও সাব্বির রহমান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম বরিশালের বিপক্ষে ফেরেন ১১ বলে মাত্র ৫ রান করে। আরেক ওপেনার সাব্বিরও করেন ১৪ বলে মাত্র ৮ রান।
দুই ওপেনারের ব্যর্থ হওয়ার পর তিন নম্বরে খেলতে নামা আল আমিন সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। ৪ চার ও ১ ছক্কায় ৩০ বলে ৪৩ রান করে মুশফিক আউট হলেও ফিফটি তুলে নেন ইয়াসির।
৩ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৫৪ রান করে শেষ ওভারের প্রথম বলে আউট হন তিনি। মাঝখানে আকবর আলীর ৯ বলে ২১ রানের ঝড়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১৫০ রানের সংগ্রহ পায় ঢাকা। বরিশালের পক্ষে ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে দুই উইকেট পান মেহেদী হাসান মিরাজ।
এমএইচ