অবনমিতই হতে হলো ব্রাদার্সকে

ব্রাদার্সের আকুতি শোনেনি বাফুফের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি। আজ লিগ কমিটির সভায় ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগকে অবনমিত করে সদ্য সমাপ্ত লিগের পয়েন্ট টেবিল অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন দল স্বাধীনতা সংঘের প্রিমিয়ারে খেলার বিষয়টি আনুষ্ঠানিক নিশ্চিত হয়েছে আজকের সভাতেই।
বাফুফে অতীতে নিজেরা নিয়ম করে আবার নিজেরাই ভঙ্গ করেছে। এবার করোনার সময় দেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন তাদের প্রিমিয়ারে রাখার অনুরোধ করেছিল। বাফুফের পেশাদার লিগ কমিটির সেই অনুরোধ রাখেনি।
নির্বাহী কমিটির সভার আশাও নেই ব্রাদার্সের কারণ আজকের লিগ কমিটির সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। সভাপতির উপস্থিতিতে এই সিদ্ধান্ত হওয়ায় নির্বাহী কমিটিতে পরিবর্তনের সুযোগ কমই। নির্বাহী কমিটিতে ব্রাদার্স ইউনিয়নের সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তা আছেন। নির্বাহী কমিটিতে বিষয়টি যাতে না ওঠাতে হয় এজন্য আজকের লিগ কমিটির সভায় সভাপতির বিশেষ উপস্থিতি বলে ধারণা অনেকের।
আজ আনুষ্ঠানিকভাবে অবনমনের বিষয় নিশ্চিত হওয়ার পর ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা ফেডারেশনকে বিশেষ অনুরোধ করেছিলাম করোনার জন্য। সেই অনুরোধ তারা রাখতে পারেনি। করোনার সময় ফেডারেশনের অনুরোধে আমরা ক্লাবগুলো অনেক কষ্টে খেলা চালিয়ে গিয়েছিলাম। এখন ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়নশিপ লিগ খেলবে কিনা সেটা ক্লাবের সবাই মিলে সিদ্ধান্ত নেবে।’
আজকের লিগ কমিটির সভায় ব্রাদার্স ইউনিয়নের মতো অবনমন নিশ্চিত করা হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের দুই ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ও ঢাকা সিটি এফসির। আগামী মৌসুমের দলবদল ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। দলবদল শেষ হওয়ার পর দুই সপ্তাহ পর ২৭ নভেম্বর থেকে স্বাধীনতা কাপ শুরুর সিদ্ধান্তও হয়েছে। ১৬ নভেম্বর পর্যন্ত শ্রীলংকায় চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট। জাতীয় দল সেই টুর্নামেন্ট থেকে অংশ নিয়ে ফেরার পর এত অল্প সময়ে স্বাধীনতা কাপ আয়োজন নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এজেড/এনইউ