মালদ্বীপ নয়, জামালরা যেন খেলছেন বাংলাদেশেই!

স্থানীয় সময় বিকেল চারটায় বাংলাদেশের ম্যাচ। এর ঘণ্টা দুই আগে থেকেই মালে স্টেডিয়াম চত্বরে ভিড়। বাংলাদেশি প্রবাসীরা সবাই জামালদের খেলা দেখার জন্য উপস্থিত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জুমার নামাজ পড়েই ফুটবলপ্রেমী বাংলাদেশি প্রবাসীরা স্টেডিয়ামমুখো।
আজ রাতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মালদ্বীপের রাষ্ট্রপতি। এজন্য স্টেডিয়াম চত্ত্বরের নিরাপত্তা ব্যবস্থা একটু কড়াকড়ি। এর মধ্যেও বাংলাদেশি প্রবাসীরা বেশ উৎসবমুখর পরিস্থিতি তৈরি করেছেন। কেউ পতাকা হাতে স্লোগান দিচ্ছেন , ‘বাংলাদেশ, বাংলাদেশ’ কেউবা ‘জামাল, জামাল’। করোনা পরিস্থিতিতে পুলিশ বেশি লোকজনকে এক সঙ্গে দাঁড়াতে দিচ্ছিল না। প্রবাসীরা বেশিক্ষণ থাকতে চাননি। তাদেরও তাড়া, কখন গ্যালারিতে গিয়ে জামালদের উৎসাহ দেবেন।
এক ঘন্টা আগে জামালরা অনুশীলন শুরু করেছেন। জামালদের অনুশীলনের সময় চারিদিকে করতালি। মালেতে শ্রীলঙ্কান প্রবাসীও আছেন অনেকে। তারাও এসেছেন তাদের দলকে সমর্থন দিতে। সেই সংখ্যা বাংলাদেশিদের চেয়ে অনেক কম।
ম্যাচ শুরুর আগে গ্যালারীতে বাংলাদেশের জয়। মাঠের খেলায় জামালরা প্রবাসীদের দ্বারা কতটুকু অনুপ্রাণিত হন সেটাই দেখার বিষয়।
কিছু দিন আগে এই স্টেডিয়ামে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস এএফসি কাপে খেলেছে। তখন দর্শকদের প্রবেশাধিকার ছিল না। বাংলাদেশি ক্লাবের খেলা না দেখতে পারলেও জামালদের খেলা দেখতে পারায় সন্তুষ্টি বাংলাদেশি প্রবাসীদের।
এজেড/এনইউ