মাশরাফির রেকর্ড ছুঁয়ে ফেললেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার মাঠে নেমেই রেকর্ড বইতে ঢুকে গেলেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বসলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পাশে। দুজনই সমান ২২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
মাশরাফির ওয়ানডে অভিষেক ২০০১ সালে। সেদিক বিবেচনায় বেশ পিছিয়ে আছেন মুশফিক। বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ মাথায় তুলেছেন ২০০৬ সালে। তবে জাতীয় দলে অভিষেকের পর নিয়মিত খেলছেন তিনি। অনেকবার চোটে পড়ে জায়গা হারাতে হয়েছে মাশরাফিকে। যদিও এই ফরম্যাট থেকে এখনো অবসরে ঘোষণা দেননি নড়াইল এক্সপ্রেস।
এতোদিন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড ছিল মাশরাফির দখলে। দেশের হয়ে ২১৮টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। এছাড়াও ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি। সবমিলে ২২০টি ম্যাচ খেলার রেকর্ড আছে মাশরাফির নামের পাশে।
শুক্রবার ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে মাশরাফির সেই রেকর্ড ছুঁলেন মুশফিক। যৌথভাবে নাম তুললেন সাবেক অধিনায়কে পাশে। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেটি ছিল মুশফিকের ক্যারিয়ারের ২১৯ নম্বর ম্যাচ। ২২ জানুয়ারি মাঠে নেমে মাশরাফির সমান ২২০টি ম্যাচ খেলার রেকর্ডে নাম তুললেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নামলেই মাশরাফিকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নেবেন মুশফিক।
টিআইএস/এটি/এনইউ