মুস্তাফিজের ‘৫ বলে’ ওভার, আলোচনায় আম্পায়ার সোহেল

প্রত্যাবর্তনে দুরন্ত বাংলাদেশ। প্রায় সাড়ে ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৬ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল। সেখানে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় ম্যাচেও নিজেদের জাত চিনিয়েছেন টাইগার বোলাররা। তবে এই ম্যাচে ৫ বলে ওভার ঘোষণা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সিরিজ জয়ের মিশনে ক্যারিবীয়দের ১৪৮ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ দল। ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে সফরকারীরা। পুরো ম্যাচেই বল হাতে ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিররাজ, সাকিব আল হাসানরা। তবে এই ম্যাচের ৪০ তম ওভারটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মুস্তাফিজের করা ওভারটি ৫ বলে শেষ করে দেন আম্পায়ার গাজী সোহেল।
সেই ওভারে সর্বসাকুল্য সাতটি বল করেন মুস্তাফিজ। যেখানে বৈধ ডেলিভারি ছিল ৫টি। প্রথম দুইটি ডট দেওয়ার পর পরের দুইটি বল নো করেন মুস্তাফিজ। বৈধ তিন নম্বর বলটিতে ২ রান নেন পাওয়েল। পরের দুইটি আবার ডট দেন মুস্তাফিজ। সবে মিলে ৫টি বল বৈধ করেন তিনি। তবে ওভার পূর্ণ না করেই সমাপ্তির ঘোষণা দেন আম্পায়ার।
যদিও পরবর্তীতে পুরো ৫০ ওভার খেলতে পারেনি উইন্ডিজ দল। ৪৩ ওভার ৪ বলেই অলআউট হয় তারা। তবে ৫ বলে ওভার দেওয়া নয়ে তৈরি হয়েছে বিতর্ক।
রোনা প্রাদুর্ভাবের পর ক্রিকেটীয় নিয়মে বেশকিছু পরিবর্তন এনেছে আইসিসি। যেখানে ঝুঁকি এড়াতে অ-নিরপেক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নিয়মে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের সীমিত দুই ফরম্যাটে স্থানীয় আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করা যাবে।
এই নিয়ম মেনেই প্রথম ওয়ানডের মতো বাংলাদেশ উইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে দায়িত্ব পালন করছেন দুজন বাংলাদেশি আম্পায়ার, শরফদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। মুস্তাফিজের করা ৪০ তম ওভারটি ৫ বলে ঘোষণা করেন গাজী সোহেল।
টিআইএস/এমএইচ/এটি