সাবেক কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভেনেজুয়েলা নারী দলের

সাবেক জাতীয় কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ভেনেজুয়েলার নারী ফুটবল দলের খেলোয়াড়রা। সাবেক কোচ কেনেথ জেরেমেটা দিনের পর দিন নারী ফুটবলারদের যৌন হয়রানির শিকার করেছেন। এ বিষয়ে ইতোমধ্যেই খেলোয়াড়দের পক্ষ থেকে একটা চিঠি চলে গেছে ফেডারেশনের কাছে।
এ অভিযোগে রীতিমতো তোলপাড় পড়ে গেছে বিশ্ব ফুটবলে। যৌন হয়রানির বিষয়ে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অত্যন্ত স্পর্শকাতর। ভেনেজুয়েলা নারী দলের এই ঘটনায় ফিফার পক্ষ থেকে চাপ ক্রমেই বাড়ছে ফেডারেশনের উপর।
সেই চিঠিতে ২৪ জন খেলোয়াড় সই করেছেন। তারা তাদের চিঠিতে ফেডারেশনকে লিখেছেন, ‘আর চুপ করে থাকতে পারলাম না আমরা। আমরা যে ঘটনার মুখে পড়েছি, তেমন ঘটনার মুখে যেন আর কাউকে পড়তে না হয়। শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও আমরা বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’ ভেনেজুয়েলা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার ডায়ানা কাস্তেয়ানোস এই খবর সামনে এনেছেন।
সব মিলিয়ে কেনেথ নয় বছর ধরে দায়িত্ব পালন করেছেন দেশটির নারী দলের। সিনিয়র দল তো বটেই, বয়সভিত্তিক দলেরও কোচিং করিয়েছেন কেনেথ। তার অধীনেই ২০১৪ অনূর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপে চতুর্থ হয়েছিল ভেনেজুয়েলা। এর তিন বছর পরই তাকে কোচের পদ থেকে অব্যহতি দেওয়া হয়। নারী দলের সদস্যদের এই চিঠির ফলে সেই কোচ এখন রীতিমতো জাতীয় খলনায়কে পরিণত হয়েছেন।
ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি। আর দলকে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেনে। বর্তমানে পানামা জাতীয় নারী দলের কোচ কেনেথও এই বিষয়ে মুখ খোলেননি এখনো।
ভেনেজুয়েলা নারী ফুটবলারদের চিঠিতে বলা হয়েছে, গেল বছর এক মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়েছিলেন কোচ। সেখানে বলা হয়েছিল, ‘কোনোপ্রকার শারীরিক ও মানসিকভাবে আমরা নিপীড়নের শিকার হচ্ছি কিনা, অনেক সংগঠনি আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে, চুপ থেকে আমরা ভুলই করে ফেলেছি।’
এনইউ/এটি