বিসিবি একাদশের নেতৃত্বে সোহান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর ২ ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে প্রথম ম্যাচ। মূল ম্যাচে মাঠে নামার আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ ক্রিকেট দল। সেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। এজন্য শুক্রবার কাজী নুরুল হাসান সোহানের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর দুটো হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে সফরকারীদের। এবার ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে ক্যারিবীয়রা। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। সেজন্য অবশ্য আলাদা দল এনেছে উইন্ডিজ। বাংলাদেশে এসে ওয়ানডে দলের বাইরে থাকা টেস্ট দলের বাকি সদস্যরা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন।
শেষ প্রস্তুতি হিসেবে ২৯ জানুয়ারি তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রতিপক্ষ বিসিবি একাদশ। উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য শুক্রবার ১৪ সদস্যের দল দিয়েছে টাইগার বোর্ড। যেখানে টেস্টের প্রাথমিক দলে ঢাক পাওয়া ৫ ক্রিকেটার আছেন। তারা হলেন, অধিনায়ক সোহান, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, ও সৈয়দ খালেদ আহমেদ।
প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের দল-
কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।
টিআইএস/এমএইচ/এটি