ওমানের বিপক্ষে ২০০ ছাড়ানো সংগ্রহ বাংলাদেশের

জিম্বাবুয়ে সফর থেকে ফিরে রান খরায় ভুগছিলেন বাংলাদেশ দলের ব্যাটাররা। লিটন দাস-নাঈম শেখ ওপেনিং পার্টনারশিপে নিজেদের পায়ের নিচের মাটি খুঁজে পাচ্ছিলেন না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং আর পার্টনারশিপ, দুই জায়গাতেই আত্মবিশ্বাসের রসদ মিলেছে।
ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১০১ রান। ব্যক্তিগত ফিফটির স্বাদ পেয়েছেন লিটন-নাঈম দুজনেই। লিটন ৫৩ রান করে আউট হলেও নাঈম সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে ব্যক্তিগত ৬৩ রানের সময় স্বেচ্ছায় অবসরে যান। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী।
আজ (শুক্রবার) গা গরম ম্যাচে ওমান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এ ম্যাচেও ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি সেজেছে লাল-সবুজের সাজে। যেখানে টস হেরে আগে ব্যাট করে টাইগাররা। নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে রান পাহাড় গড়েছে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ২০৭ রান। ব্যাটারদের পর এবার ম্যাচ প্রস্তুতিতে বোলারদের স্কিল ঝালিয়ে নেওয়ার পালা।
ব্যাট করতে নেমে ওমান ‘এ’ দলে বিপক্ষে শুরু থেকে আগ্রাসী লিটন ও নাঈম। ইনিংসের প্রথম ওভার থেকে দুজন তোলেন ৯ রান। পাওয়ার-প্লের ৬ ওভারে জমা করে ৪৮ রান। যদিও ব্যক্তিগত ২২ রানের মাথায় ক্যাচ তুলেছিলেন লিটন, সেটিকে তালুবন্দি করতে পারেননি পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার।
সেই সুযোগ পরে কাজে লাগিয়েছেন লিটন। ৩২ বলে ফিফটি তুলে নেন তিনি। যদিও নিজের ইনিংসটি আর টানতে পারেননি। ৩৩ বলে ৫৩ রান করে আউট হন। যেখানে ৬টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন লিটন।
খানিক পর ব্যক্তিগত অর্ধশতকের স্বাদ পান নাঈম শেখ। তিনি একপ্রান্তে আগলে রেখে খেললেও সৌম্য সরকার (৮) মুশফিকুর রহিম (০), আফিফ হোসেনরা (৬) সুবিধা করতে পারেননি। পরে সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে ব্যক্তিগত ৬৩ রানের সময় স্বেচ্ছায় অবসরে যান নাঈম। ৫৩ বলের ইনিংসটি সাজান ৩টি চার ২টি ছয়ের সাহায্যে।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সোহান ও শামীম। সোহান ১৫ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস বিধ্বংসী ইনিংস খেলেন। সঙ্গে শামীম পাটোয়ারীর ব্যাট থেকে আসে ১০ বলে ১৯ রান। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৭ রানের পাহাড়সম সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল। ওমান ‘এ’ দলের হয়ে আমির কলিম ও সামায় শ্রীভাস্তা ২টি করে উইকেট নেন।
টিআইএস