বঙ্গবন্ধু জাতীয় সাঁতারে আরিফ আছেন-জুনাইনা নেই

৪২টি ইভেন্টে ৬৫ দলের প্রায় চারশ’জন সাঁতারুর অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সাঁতার প্রতিযোগিতা। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী টুর্নামেন্টে ইলেক্ট্রনিক্স টাইমিংয়ে পুলে লড়বেন সাঁতারুরা।
পুরুষ ও নারী দু’বিভাগেই ১৯টি করে ইভেন্ট রয়েছে। এছাড়াও পুরুষ বিভাগে ৩টি ডাইভিং ও একটি ওয়াটারপোলো ইভেন্ট রয়েছে। বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ ছাড়াও দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে। সেরা পুরুষ ও নারী সাঁতারুরা পাবেন ক্রেস্ট ও অর্থ পুরস্কার। নতুন রেকর্ডধারীদের জন্যও পুরস্কার থাকবে।
জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। দুই বছরের বেশি সময় ফ্রান্সের প্যারিসে ট্রেনিং করা আরিফুল এখন দেশেই আছেন। তিনি জাতীয় সাতারে অংশ নিচ্ছেন। অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদ জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে আসবেন না।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ জুনাইনাকে নিয়ে খানিকটা সংশয় প্রকাশ করেছেন, ‘জুনাইনা লন্ডনে মেডিকেলে পড়াশোনা করবেন। তাকে সাতারে ভবিষ্যতে কত সময় পাব সেটা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।’
এজেড/এনইউ