রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটিতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমকালো আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় ইউএস বাংলা গ্রুপের গ্রিন ইউনিভার্সিটির মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। সোনারগাঁও ৯৯ স্পোর্টস ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ ৯৯ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সৌজন্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সোনারগাঁও স্পোর্টস ক্লাব ও এস.এস.সি ৯৯ ঢাকা কমিটি।
২০ ওভারের এ প্রীতি ম্যাচে সোনারগাঁও স্পোর্টস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন ১১ জন খেলোয়াড়। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন ৬ জন। সোনারগাঁও স্পোর্টস ক্লাবের খেলোযাড়রা হলেন- মাহবুব আলম ঢালী, মোর্শেদ, সাইদ, তুহিন, আবুনুর, মাঝহারুল, মনির, তানভির, আনিস, নয়ন, মজনু, মুক্তার, ইমরান, লিঙ্কন, রনি, নোবেল প্রমুখ। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন মোর্শেদ।
এস.এস.সি ৯৯ ঢাকা কমিটির খেলোয়াড়রা হলেন- রবিন, ফরিদ, সামস সুমন, রোকন, শামীম, অমিত, সঞ্জিবন, খোরশেদ, স্বপন, হোসেন, রাশেদ, খোকন, রাজিব, রাজিব-২, ও পারভেজ প্রমুখ। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন সামস সুমন।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এস.এস.সি ৯৯ ঢাকা কমিটি।
সেই সুবাদে প্রথমে ব্যাটিং করে সোনারগাঁও ৯৯ স্পোর্টস ক্লাব। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। সবচেয়ে বেশি ১৮ রান করেন মনির। আবু নুর করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান। মাহবুব আলম ঢালী ১৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া তুহিন ১৩ রান, আনিস ৯ রান, অধিনায়ক মোর্শেদ ৬ রান, রনি ২ রান ও লিঙ্কন ২ রান করেন।
জবাবে এস.এস.সি ৯৯ ঢাকা কমিটি ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ণাঢ্য এই আয়োজনে সোনারগাঁও স্পোর্টস ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন ইউএস বাংলা গ্রুপের উপপরিচালক (ডিএমডি) মাহবুব আলম ঢালী। তিনি চমৎকার এই আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এসএসসি ৯৯ দলের অধিনায়ক সামস সুমন ঢাকা পোস্টকে বলেন, ‘সোনারগাঁও ৯৯ স্পোর্টস ক্লাবের সঙ্গে এস.এস.সি ৯৯ ঢাকা কমিটির রয়েছে গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের বন্ধন দৃঢ় রাখতেই এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। এখানে জয়-পরাজয় বড় কথা নয়, আমরা সবাই জয়লাভ করেছি।’
ম্যাচ শেষে বিজয়ীসহ উভয় দলের মাঝে কাপ ও মেডেল বিতরণ করা হয়।
এনইউ/জেএস