জহুরুল-রিয়াদের ব্যাটে চট্টগ্রামকে কঠিন চ্যালেঞ্জ খুলনার

দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে নিজেদের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলা নিশ্চিত করেছে বেক্সিমকো ঢাকা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে, হেরে যাওয়া দলকে খেলতে হবে ঢাকার বিপক্ষে।
এমন সমীকরণ সামনে রেখে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে ব্যাট করতে নেমে ওপেনার জহুরুল ইসলামের ফিফটি ও শেষদিকে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ে চট্টগ্রামের সামনে ২১১ রানের বড় লক্ষ্য দিয়েছে খুলনা।
জহুরুল ইসলাম ও জাকির হাসানের উদ্বোধনী জুটিতে ৭১ রান তুলে খুলনা। জাকির ২২ বলে ১৬ রান করে আউট হলেও দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন জহুরুল। মোসাদ্দেকের বলে আউট হওয়ার আগে ৫ চার ও ৪ ছক্কায় ৫১ বলে ৮০ রান করেন তিনি।
১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ইমরুল কায়েসও। শরিফুলকে টানা তিন ছক্কা হাঁকান খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৯ বল থেকে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এদিন রানে ফেরার আভাস দেন সাকিব আল হাসানও ২ চার ও ছক্কায় ১৫ বলে ২৮ রান করে মুস্তাফিজের বলে বোল্ট হয়ে সাজঘরে ফেরত যান তিনি।
এমএইচ