সাইফকে হারিয়ে চট্টগ্রাম আবাহনীর মধুর প্রতিশোধ

এক ম্যাচ জিতেই পা হড়কাল সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে টানা দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম আবাহনী। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন রোচা ব্রিজোলারার গোলে ১-০ ব্যবধানে হারায় সাইফকে।
এই ম্যাচের মধ্য দিয়ে লিগের তিন রাউন্ড শেষ হলো। তিন ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী নয় পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। শেখ রাসেল রোববার মোহামেডানের সঙ্গে ড্র করায় টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। শেখ জামালের তৃতীয় রাউন্ডে ম্যাচ ছিল না। ২ ম্যাচে জামালের পয়েন্ট ছয়।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে দু’দলই খেলেছে ম্যাচের শুরু থেকে। তবে সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচ জেতে চট্টগ্রাম আবাহনীই। ম্যাচের মাত্র ২৪ মিনিটে মিডফিল্ডার রাকিব হোসেনের কাছ থেকে বল পেয়ে দ্রুত গতির শটে বল জালে জড়ান নিক্সন।
অতিরিক্ত সময়ে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় সাইফ স্পোর্টিং। ফলে ২৪ মিনিটে পাওয়া ওই এক গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিং ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেই ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের আল আমিন আঘাত পেয়ে হাসপাতাল পর্যন্ত গিয়েছিল। আগামী ২ দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই। বুধবার থেকে লিগের চতুর্থ রাউন্ড।
এজেড/এমএইচ