ড্রয়ের বৃত্তেই জামালের কলকাতা মোহামেডান

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দল কলকাতা মোহামেডান ড্রয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। কল্যাণী স্টেডিয়ামে নিজেদের চতুর্থ লিগ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে তারা। এটি জামাল ভূঁইয়াদের টানা তৃতীয় ড্র।
এই ড্রয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিদিম ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা চার্চিল ব্রাদার্স সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে।
কল্যাণী স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে দু’দলই শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। জামাল ভূঁইয়া গত তিন ম্যাচের মতো এই ম্যাচেও একাদশে ছিলেন। মিডফিল্ড থেকে কয়েকটি সুন্দর থ্রু বল দিলেও ফরোয়ার্ডরা গোলে রূপান্তর করতে পারেননি।
দ্বিতীয়ার্ধের প্রথম চার মিনিটেই পাঞ্জাব দুর্দান্ত আক্রমণ করে। বক্সের একটু সামনে থেকে পাঞ্জাবের ফরোয়ার্ডের নেওয়া শট ক্রসবারে লেগে ফেরত আসে। এরপর দুই দলের কোচ একাধিক খেলোয়াড় বদল করলেও ম্যাচের ফলাফল বদল হয়নি। জামাল ভূঁইয়ার সতীর্থরা টানা ড্রয়ের ফাঁদে পড়ায় ম্যাচে মেজাজ হারিয়েছিলেন কয়েকবার।
কলকাতা মোহামেডান এই ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছে। যেখানে প্রতিপক্ষের কোনো ফুটবলার কার্ড দেখেননি। মোহামেডানের কোচ হোসে জেভিয়া জয়ের ধারায় ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও আরেকটি ড্র সঙ্গী হয় তাদের। চতুর্থ ম্যাচের আগে অবশ্য কলকাতা মোহামেডানের উপর অনেকটা ঝড় বয়ে গেছে। মাঝে অনুশীলন বয়কট হয়েছে।
ক্লাব কর্তারা জরুরি বৈঠকে বসেছিলেন। কর্তাদের আশ্বাসে আবার অনুশীলনে ফিরেছেন ফুটবলাররা। আশ্বাস দিলেও এখনো পারিশ্রমিক পাননি বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁঁইয়া। ঢাকা পোস্টকে জামাল জানিয়েছিলেন, সোমবার পারিশ্রমিক পেতে পারেন তিনি।
উল্লেখ্য, মোহামেডান প্রথম ম্যাচে দিল্লির সুদেভাকে হারিয়ে ১-০ গোলে জেতে। দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং শেষ ম্যাচে তিদিম রোড অ্যাথলেটিক ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র হয়।
এজেড/এমএইচ