ফুটবলার না থাকায় আজও হবে না জাতীয় দলের অনুশীলন

গতকালের (মঙ্গলবার) মতো আজও (বুধবার) হবে না জাতীয় দলের অনুশীলন। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে কাটেনি খেলোয়াড় সংকট। গতকাল রাতে যোগ দিয়েছিলেন আরও ৩ জন। ফলে এখন খেলোয়াড় সংখ্যা ৮ জন।
৮ জন হওয়ায় বল নিয়ে মাঠে নামতে পারছেন না ল্যামোস। সকালে জিম হয়েছে এক সেশন, বিকেলেও হবে আরেক দফা। দুই দিন মাঠে অনুশীলন না হওয়ায় কিছুটা হতাশ হলেও বাস্তবতা মেনে নিচ্ছেন পর্তুগিজ কোচ, ‘দুই সেশন মিস হলো। দুই সেশন এগিয়ে থাকা যেত। যাই হোক এখন সামনের সময়গুলো কাজে লাগাতে হবে।’
জাতীয় দলের ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, ‘অনেক খেলোয়াড় বিকেলে পৌছাবে। যাদের বাড়ি দূরে তারা রওনা হয়েছে রাতে পৌঁছাবে। আগামীকাল থেকে অনুশীলন শুরু করা যাবে বলে আশা করি।’
৮ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্ট শুরু হবে। ৫ নভেম্বর দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। এখনো পূর্ণাঙ্গভাবে ক্যাম্প শুরু করতে পারেনি বাংলাদেশ।
জাতীয় দলের কয়েক জন খেলোয়াড় যারা বিশেষত বসুন্ধরা কিংসে আগামী মৌসুমে খেলবেন তারা ক্লাবের অনুমতির কথা বলছেন ক্যাম্পে যোগদানের বিষয়ে। তবে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের বক্তব্য এই মুহূর্তে তাদের ক্যাম্প নেই খেলোয়াড়রা নিজ নিজ ব্যবস্থাপনায়। ফুটবলাররা মূলত ক্লান্ত।
এজেড/এমএইচ