শিরোপায় চোখ জামাল ও ল্যামোসের

বাংলাদেশ জাতীয় দলের ফুটবল চার জাতির টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে৷ আজ বাফুফে ভবনে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ ম্যারিও ল্যামোস ও অধিনায়ক জামাল ভূঁইয়া শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করলেন।
খুব স্বল্প সময় পেয়েছেন ল্যামোস এরপরও শিরোপায় চোখ তাঁর, ‘আমরা প্রথম ম্যাচ জিতে শুরু করতে চাই। টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করলে ফাইনাল খেলা সহজ হবে৷’ ল্যামোস তিন বছর আগে বাংলাদেশ দলের ফিটনেস কোচ হিসেবে প্রথম এসেছিলেন। তিন বছর পর বাংলাদেশ দলের উন্নতিই চোখ পড়েছে তাঁর, ‘বাংলাদেশ দলের ফুটবলাররা অনেক উন্নতি করেছে নানা দিকে। তপু, রহমতরা তিন বছরে যথেষ্ট পরিপক্ব ও অভিজ্ঞ৷’
বাংলাদেশ দলে এবার অনেক গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলার নেই। তারিক কাজী, সোহেল রানা, মতিনবিহীন দলকে দ্বিতীয় সারির দল বলা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে আপত্তির সুর অধিনায়ক জামালের, ‘ফুটবলে এ রকম হয়ই, কেউ থাকবে আবার কেউ থাকবে না। এটা বাংলাদেশ দল। আমরা সেরা হওয়ার জন্যই খেলব।’
কোচ ল্যামোস আবাহনীর হয়ে গত দুই মৌসুমে কোনো ট্রফি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে ভালো করেছেন। আবাহনী ল্যামোসের অধীনে এএফসি কাপের জোনাল সেমিফাইনালের প্লে অফ খেলেছে। জাতীয় দলে এবার সফল হবেন কিনা এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি কিছু করতে চাই জাতীয় দলে এজন্যই দায়িত্ব নেয়া। দেখা যাক কতটুকু করতে পারি৷’
ল্যামোসের ২৩ জনের স্কোয়াডে ওবায়দুর রহমান নবাব ও ফাহিম নতুন মুখ। নবাগতদের সম্পর্কে কোচের ধারণা, ‘তারা প্রতিভাবান। সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে পারবে৷’
উজবেকিস্তান থেকে সাত জন ফুটবলার কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছে। উজবেকিস্তান থেকে ঢাকায় এসে ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। তিনি আবার কাল কলম্বো যাবেন সিনিয়র জাতীয় দলের সঙ্গে। ৮ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ সিশেলসের সঙ্গে।
এজেড/এনইউ