নতুন বছরের শুরুতেই জাতীয় অ্যাথলেটিকস

নতুন বছর শুরুর দিনই মাঠে গড়াবে জাতীয় অ্যাথলেটিকস। ১-৩ জানুয়ারি বিকেএসপিতে ৪৫ তম জাতীয় অ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আজ এই সিদ্ধান্ত নিয়েছে।
অ্যাথলেটিকস ফেডারেশন ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় অ্যাথলেটিকস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল৷ পরবর্তীতে সময় পরিবর্তন করেছে৷ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহে অনেকের পরীক্ষা। এছাড়া আয়োজন স্থল ভেন্যু বিকেএসপিরও নতুন বছরে আয়োজন হলে সুবিধা হয়।’ সম্প্রতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ও সহ-সভাপতি ফারুকুল ইসলাম বিকেএসপি পরিদর্শন করে মহাপরিচালক ও সবার সঙ্গে আলোচনা করে নতুন দিনক্ষণ ঠিক করেছে।
দেশ সেরা দ্রুততম মানব ইসমাইল ফেডারেশনের আরোপিত এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন। ফলে আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশীপে খেলতে পারবেন না তিনি। আসন্ন প্রতিযোগিতায় অংগ্রহনের জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অ্যাফিলিয়েটেড সকল সংস্থাকে প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের চিঠি, নিয়মাবলী, ইভেন্ট লিস্ট, এন্ট্রি ফরম ও রেজিষ্ট্রেশন ফরম স্ব স্ব সংস্থায় আগামী ৩ কার্য দিবসের মধ্যে পাঠিয়ে দেবে ফেডারেশন।
এজেড/এনইউ