অতিবৃষ্টিতে ১৮ ঘণ্টা আগে বদলে গেল জামালদের ম্যাচের সূচি

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বিকেল সাড়ে চারটায় সিশেলসের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু সে ম্যাচের ১৮ ঘণ্টা আগে বদলে গেল শ্রীলঙ্কা অনুষ্ঠেয় চারজাতি টুর্নামেন্টের সূচি। জামাল ভূঁইয়াদের ম্যাচ গেল একদিন পিছিয়ে।
আগামীকাল দুটো ম্যাচ থাকলেও বাংলাদেশের ম্যাচটি হচ্ছে না। কলম্বো থেকে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানান, ‘আগামীকাল আমাদের ম্যাচটি হচ্ছে না। রাতে শ্রীলঙ্কা ও মালদ্বীপের ম্যাচটি হবে। আমরা পরিবর্তিত সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’
অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ‘প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্টে’ আগামীকাল বাংলাদেশ ও সিশেলস জাতীয় ফুটবল দলের মধ্যকার ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচটি আগামী পরশু দিন বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে।
সূচিতে উল্লিখিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অবশিষ্ট ম্যাচসমূহ আগামী ১১ ও ১৪ নভেম্বরের পরিবর্তে যথাক্রমে ১২ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামীকাল বাংলাদেশ দলের ম্যাচ না হওয়ায় স্থানীয় সময় বিকেলে এক ঘন্টা অনুশীলন করবে কোচ মারিও ল্যামোসের শিষ্যরা।
এজেড/এনইউ